ক্রীড়া প্রতিবেদক : সিলেটে দিরাই ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে এইচ এম ফাইটার্স চ্যাম্পিয়ন ও জি কে এস রানার্সআপ হয়েছে।
বুধবার বিকেলে এম সি কলেজ ছাত্রাবাস মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে এইচ এম ফাইটার্স ৫ উইকেটে জি কে এসকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ইকবাল হোসাইন, রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মানবাধিকার কমিশনের সহ সভাপতি এনামুল হক লিলু। সভাপতিত্ব করেন, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবুল হাসান পাভেল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজল।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply