সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনাগঞ্জের দিরাইয়ে আওয়ামী পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেন গুপ্ত, তার সহধর্মিনী রাখী সেন গুপ্তা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ্দৌলা, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, তালুকদার, পৌর মেয়র মোশারফ মিয়া ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
Leave a Reply