সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দিরাই উপজেলা সদরের থানা পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ সভাপতি মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, সহকারী শিক্ষক লালমোহন দাস ও রওশনারা বেগম।
বক্তারা বলেন, ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ভাটি এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সময়ে জাতীয়করণের আশ্বাস দেয়া হলেও তা পূরণ করা হয়নি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply