সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নূরে আলম চৌধুরী (৫৫), চণ্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী (৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া (২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস(৩৭)।
পুলিশ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ নভেম্বর দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধান আসামি করে ৮১ জনের নাম উল্লেখসহ দিরাই পৌরসভার চণ্ডিপুর এলাকার আওয়ামী লীগ কর্মী কলিম উদ্দিন সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন ।
Leave a Reply