সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যায় প্রধান অভিযুক্ত ইয়াহিয়া সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার রাত ১টায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহর নেতৃত্বে পুলিশের তিনটি দল সিলেটের দক্ষিণ সুরমার দর্শা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ কথা জানান।
তিনি জানান, প্রযুক্তির মাধ্যমে তারা আসামির অবস্থান নির্ণয়ে সক্ষম হন। এর আগে ইয়াহিয়া সর্দার সিলেট, ঢাকা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমায়রা আক্তার মুন্নীকে হত্যার কথা স্বীকার করেছে।
Leave a Reply