সুনামগঞ্জ প্রতিনিধি : ‘শতবর্ষ শতপ্রাণ-এটাইতো আহবান’ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানমালায় ছিল, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাব উদ্দিন ও অ্যাডভোকেট অবনী মোহন দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। সভাপতিত্ব করেন, এলাকার মুরব্বি আহী আবু বক্কার চৌধুরী।
প্রধান অতিথি সোয়াতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
Leave a Reply