জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লেচু মিয়াকে গত ৫ জুলাই সেলুনে চুল কাটার সময় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে ধলবাজারে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ, তাড়ল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ধলবাজার কমিটির সভাপতি মুহিত মিয়া, ধল দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জসিম মিয়া, ফুটবলার মাকসুদুর রহমান ও লেচু মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খুনের ঘটনায় দিরাই থানায় নিহত লেচু মিয়ার বড়ভাই অজুদ মিয়া বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন। মামলার দুই আসামিকে গ্রেফতর করা হলেও বাকি ৬ আসামি এখনও অধরা রয়েছে।
Leave a Reply