নিজস্ব প্রতিবেদক : দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা আক্তার মুন্নির হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে দিরাই শাল্লা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও গণতন্ত্রী পার্টির নেতা গুলজার আহমদ। সভাপতিত্ব করেন, সাংবাদিক খালেদ আহমদ।
মানববন্ধনে এখন পর্যন্ত হুমায়রা আক্তার মুন্নির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ইয়াহিয়া সরদারকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
Leave a Reply