সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে বিড়ি ভোক্তা পক্ষের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকেলে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বিড়ি ভোক্তা ফেডারেশন দিরাই অঞ্চলের সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য শাহিন আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সিলেট অঞ্চলের নেতা মশিউর রহমান খান ও দিরাই শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বক্তারা আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর অতিরিক্ত কর আরোপ না করে বরং কর কমানোর পাশপাশি বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান।
মানববন্ধন শেষে সৃুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তার হাতে স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply