সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলার দিরাই উপজেলায় বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
এ সময় তিনি বলেন, বাঁধ নির্মাণ কাজে অনিয়মের কারণে এবার ফসলহানি ঘটলে এর দায়দায়িত্ব প্রকল্প বাস্তবায়নে জড়িতদেরকে নিতে হবে।
সোমবার দুপুরে বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা, নির্বাহী প্রকোশলী আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস।
Leave a Reply