সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজদের মধ্যে ৬ শিশু সহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতেই ৪টি মরদেহ উদ্ধার করা হয়। আরো ৪টি মরদেহ উদ্ধার করা হয় বুধবার সকালে। তবে এখনো ৪ যাত্রী নিখোঁজ রয়েছেন।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (৩), বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৪), পাশ্ববর্তী নোয়ারচর গ্রামের আফজল মিয়ার ছেলে দোহান মিয়া (২), ফিরোজ মিয়ার ২ বছরে সন্তান, মাছিমপুর গ্রামের রৈতুন নেছা (৩৫), শান্তা বেগম (৪), নোয়ারচর গ্রামের আসাদ মিয়া (৬) ও পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, যাত্রী বোঝাই নৌকাটি মাছিমপুর থেকে পেরুয়া যাবার পথে কালিয়ারকোটা হাওরে ঝড়ের কবলে পড়ে।
চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার নৌকাডুবিতে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।
নৌকাটিতে যাত্রীসংখ্যা কিছুটা বেশি ছিল বলেও তিনি জানান।
দিরাই থানার ওসি এ কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Leave a Reply