সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় অকাল বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ায় সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর এসএমই ঋণ এবং সকল এনজিও ঋণের দৈনিক কিস্তির কার্যক্রম এক বছর স্থগিত রাখার দাবিতে ব্যবসায়ী ও কৃষকরা মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে দিরাই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে থানা পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হক। বক্তব্য রাখেন ব্যবসায়ী মোশাহিদ মিয়া, আব্দুর রউফ, জাকারিয়া হোসেন জুসেফ, আবু সাঈদ চৌধুরী, ছাত্রনেতা জুনায়েদ মিয়া, জাকারিয়া মিয়া ও কাশেম চৌধুরী।
Leave a Reply