সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দেড় শতাধিক দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা গণমিলনায়তনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের উদ্যোগে এই সার বিতরণ করা হয়।
সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সমাজসেবক ফারুক সর্দার, মাওলানা সুফিয়ান আহমদ ও দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার। সভাপতিত্ব করেন, সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ সর্দার। পরিচালনায় ছিলেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ।
Leave a Reply