সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর তুহিন হাসান হত্যাকাণ্ডের ব্যাপারে অজ্ঞাতনামা ১০ জনকে আসামি দিয়ে মামলা দায়ের করা হয়েছে।
তুহিন হাসানের মা মনিরা বেগম বাদি হয়ে মঙ্গলবার সকালে দিরাই থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করে খেলাঘর সুনামগঞ্জ জেলা কমিটি ও সুজন। এতে বক্তব্য রাখেন, জেলা খেলাঘর সভাপতি বিজন সেন রায় ও অ্যাডভোকেট এনাম আহমদ।
Leave a Reply