সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রহিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নূরুল ইসলাম, আব্দুল জলিল, জুয়েল মিয়া, শাহিন উদ্দিন ও ফোরকান মিয়া।
বক্তারা আব্দুর রহিম মাস্টারের বিরুদ্ধে দৌলতপুর গ্রামের নূর মিয়ার পরিবারের উপর ১৯ জানুয়ারি হামলা চালিয়ে ১০ জনকে আহত করার অভিযোগ করেন।
তারা উল্লেখ করেন, আব্দুর রহিমকে পুলিশ গতবছর ১৭ ডিসেম্বর দিরাই উপজেলা সদরে জামাত-শিবিরের গোপন বৈঠক থেকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্ত হন।
Leave a Reply