সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী তার নিজের এলাকা সুনামগঞ্জের দিরাইতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দিরাই উপজেলা সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যেগে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো আলতাব উদ্দিন ও জ্যেষ্ঠ সহ সভাপতি সিরাজুদ্দৌলা।
জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ৭২ বছর বয়সে মারা যান।
Leave a Reply