সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের টাংনি জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ হয়। এতে তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লার ছেলে মজনু মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুলঞ্জ গ্রামের ডুনেল ও তেতৈয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল আলীর মধ্যে টাংনি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply