সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে বোরো জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে হামলায় নারীসহ ৪০ জন আহত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, আনোয়ারপুর গ্রামের সৈকত মিয়ার লোকজন পাশের বোরো জমিতে পানি সেচ দিতে গেলে একই গ্রামের টিপু মিয়ার লোকজন বাঁধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাঁধে। এছাড়া বাড়িঘরে হামলাও চালানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply