সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চলন্তবাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজেশ বড়ুয়া বিচারিক হাকিম রাগীব নূরের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন জানান। তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদ মিয়াকে গ্রেফতার করে সিআইডি। পরে তাকে নিয়ে যাওয়া হয় সিআইডির প্রধান কার্যালয়ে। রবিবার রাতে বাসচালককে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর সিলেটের লামাকাজী এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই ফেরার পথে সুজানগর এলাকায় চলন্ত বাসে একা পেয়ে ওই কলেজছাত্রীকে বাসের চালক, তার সহকারী ও কন্ডাক্টর ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয় তাকে বাস থেকে ফেলে দেয়।
Leave a Reply