সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুনামপুর মৌজায় সরকারি উদ্যোগে গুচ্ছগ্রাম স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামপুর, কিত্তাগাঁও ও আনোয়ারপুর গ্রামবাসীর উদ্যোগে পতিতকান্দা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুর্ণেন্দু সরকার, সাবেক ইউপি সদস্য গোপাল তালুকদার, বীরেন্দ্র তালুকদার, কৃষক ভুবন লাল তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মিয়া, হুসেন আলী ও জ্যোৎস্না রানী তালুকদার।
বক্তারা বলেন, এই মৌজার ২৫ একর পতিত জমির মধ্যে ১০ একরে ইতোমধ্যে ৮০টি পরিবার বসতবাড়ি নির্মাণ করেছে। বাকি ১৫ একরে রয়েছে এ তিনটি গ্রামের ৬ শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা, গরু-মহিষের চারণভূমি, শিশুদের খেলার মাঠ, ধান মাড়াই ও শুকানোর জায়গা, শ্মশানঘাট ও কবরস্থান। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এখানে গুচ্ছগ্রাম না করার আবেদন জানানো হয়েছে।
Leave a Reply