সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভার আনোয়ারপুর মাদানী মহল্লায় ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।
তার নাম মুন্নি বেগম (১৭)। সে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মূল বাড়ি জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামে। তার বাবা হিফজুর রহমান ইতালি প্রবাসী। মাকে নিয়ে সে মাদানীয় মহল্লায় ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল সরদারের ছেলে ইয়াহিয়া সরদার বাসায় ঢুকে মুন্নি বেগমকে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, প্রেমঘটিত বিষয় থেকে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply