সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে ইজিবাইকের চাপায় এস এস সি পরীক্ষার্থী সুমন দে (১৬) প্রাণ হারিয়েছে।
সে দিরাই পৌরসভার মজলিশপুর এলাকার নান্টু দের ছেলে। পুলিশ ইজিবাইকের চালককে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে দিরাই বাজার থেকে ঐ শিক্ষার্থী বাসায় ফেরার পথে ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসার পর তাকে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সুমন দে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ খবর দিরাই পৌঁছলে তার সহপাঠিরা শহরে বিক্ষোভ মিছিল করে ইজিবাইক চালকের ফাঁসির দাবি জানায়।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply