দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলা সদরে বিএডিসি মাঠে সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, নির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, মুহিবুব রহমান মানিক ও শামীমা আক্তার।
সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিতর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষের সমর্থকরা। বাক-বিতণ্ডার এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায়। ইটপাটকেল ছোঁড়া হতে থাকে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করেও। এ সময় কেন্দ্রীয় নেতারা মাথার উপর প্লাস্টিকের চেয়ার তুলে ধরে নিজেদের রক্ষার চেষ্টা করেন। এরপরও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি কুবাদ আলী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, পৌর কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি রিজওয়ান ইসলাম, যুবলীগ নেতা আলী আসগর, টুনু মিয়া ও জুসেফ মিয়া সহ অন্যরা আহত হন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা আওয়ামী লীগের কেউ নয়। বিএনপি এজেন্টরা এই ঘটনার সঙ্গে জড়িত।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, যে বা যারা সম্মেলনে ইটপাটকেল নিক্ষেপ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা সভাপতি মো মতিউর রহমান বলেন, সাবেক মেয়র মোশারফ মিয়াকে আগেই দিরাই উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সম্মেলনকে বানচাল করাই ছিল তার একটা মুখ্য উদ্দেশ্য।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সম্মেলন আবার শুরু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply