সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে তিনটি পরিবারের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে শিশু ও নারীরা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে গ্রামে আয়োজিত এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সখিনা বেগম, মেহেরুন নেছা, রূপধন বিবি ও তাদের স্বজন মোস্তফা মিয়া।
বক্তারা অভিযোগ করেন, হোসেনপুর গ্রামের মাহবুব আলম, তৈয়ফুল মিয়া ও ইমনের বসতবাড়ির জায়গা দখল করতেই একটি চক্র গত ১৪ মে রাতে হামলা চালায়। এসময় হামলাকারীরা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৩৫ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
পরিবারের পুরুষেরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
Leave a Reply