সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শরীফপুর এলাকায় একটি যাত্রীাবহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
তার নাম আব্দুস শহীদ (৪৫)। তিনি উপজেলার শরীফপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিরাই থেকে সিলেটগামী একটি বিরতিহীন বাস আব্দুস শহীদকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলাকার লোকজন ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply