সুনামগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরা সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো দিরাই-মদনপুর সড়কে মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। পথে পাথারিয়া বাজারেও অভ্যর্থনা জানানো হয়।
পরে দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, অন্যতম নেতা ছাদ উদ্দিন ও এহিয়া চৌধুরী।
Leave a Reply