সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনটি ইউনিয়নের চাপতির হাওরে ১৫, ১৬, ১৭ ও ৮২ নম্বর পিআইসিতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের কারণে বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলন প্রকল্প এলাকার কৃষকদের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্যে কৃষক তফুর আলম চৌধুরী বলেন, চাপতির হাওরে জাহেদ চৌধুরী নামের একব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত কৃষকদের পিআইসিতে অন্তর্ভুক্ত না করে সিন্ডিকেটের মাধ্যমে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি করান। এ কারণে উপজেলার করিমপুর, তাড়ল ও জগদল ইউনিয়নের ৪ হাজার হেক্টর জমির আধাপাকা বোরোধান পানিতে তলিয়ে গেছে।
তিনি দাবি করেন, কালনী নদীতে যে পরিমাণ পানি হয়েছিল তাতে এই বাঁধ ভেঙ্গে যাওয়ার কোন আশংকাই ছিল না; কিন্তু মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নিমার্ণের কারণেই কৃষকরা সোনার ফসল ঘরে তোলা থেকে বঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে, বাঁধে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, নূরে আলম চৌধুরী, রায়হান মিয়া, নজির মিয়া ও আতাউর রহমান।
Leave a Reply