আয়মান আহমেদ, দিরাই : আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে হাওর উৎসব অনুষ্ঠি হয়েছে।
বাংলাদেশ ট্যুারিজম বোর্ড, আইডব্লিউএম, সিইজিআইএস ও গ্রামীণ জনকল্যাণ সংসদের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক সমাজকর্মী, পরিবেশ কর্মী, সরকারি কর্মচারী ও ছাত্র প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিবন্ধনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সাদাত মাহমুদুল হাসান ও জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, শামীম আহমেদ, সাংবাদিক খলিল রহমান, হরলাল সরকার, নূরুল হক তালুকদার, কৃষক শেখ বাবুল, আলী আহমেদ, ইবাদুর রহমান, এম এ রহিম, নজরুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ীকরণ এবং নাব্যতা হারানো হাওর, জলাশয়, নদী-নালা ও খাল-বিল খননের উপর গুরত্ব আরোপ করেন।
মরুকরণ ঠেকাতে সিডিমেন্ট ম্যানেজমেন্ট, প্রোটিন চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন, সবুজায়ন ও কার্বন এমিশন কমাতে বৃক্ষ রোপণ এবং সমাজে মানিফ্লো তৈরিতে কমিউনিটি বেজড পর্যটন নিয়েও আলোচনা করা হয়।
বিকেলে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে ময়মনসিংহ বিভাগ ২-০ গোলে জয়ী হয়। এরপর ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।