দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
শনিবার, ৭ সেপ্টেম্বর (২৩ ভাদ্র) দুপুর ১২টায় উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রায়বাঙালি শাহজালাল দাখিল মাদরাসা তহবিলের ৯ লাখ টাকা ব্যাংকে জমা রাখা না রাখা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রামের পরিস্থিতি শান্ত আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply