দিরাই প্রতিনিধি : দিরাইয়ে ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
৩০ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু মুছা ও শাহিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীত বরন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য কবির আহমেদ, হিমাংশু চন্দ্র দাস, তাজুল ইসলাম, নিউটন সামন্ত ও রাজানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খয়ের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক সমির মোহন দাস, তরিকুল ইসলাম ও দিতি সরকার।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।