বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : পূর্ববিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে দরিদ্র কৃষক বিএনপি কর্মী সাজ্জাতুলের বাড়িঘরে হামলা ও লুটপাট সহ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে রফিনগর তিনহাটি দক্ষিণ বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মো নূরুল আমিন, মো এমদাদুল হক, শহিদুল ইসলাম, মো আব্দুল কাদির, বেলী আক্তার ও রোজিয়া বেগম।
বক্তারা বলেন, রফিনগর গ্রামের ধন মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী বায়োজিত মিয়া ও তার ছেলেরা এবং আরো কয়েকজন দা, রামদা ও লাঠিসোটা নিয়ে ১৫ জুলাই সকালে সাজ্জাতুলের বসত বাড়িতে হামলা চালায়। তার বৃদ্ধ পিতা-মাতাকে প্রহার করে আহতও করা হয়। এছাড়া হামলাকারীরা নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ও গরু নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এমনকি সাজ্জাতুল ইসলামের চাচা শহীদ বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলার অভিযোগও করা হয়।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।