দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অনিয়ম ও দালালির সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার, ১ অক্টোবর দুপুরে দিরাই উপজেলা সদরে জালাল সিটি হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সংগঠক অনিক রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রশিদ চৌধুরী, মোশতাক চৌধুরী, আরমান হোসেন আবিদ, নবাব মিয়া, রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফি, কারিমুল হক, সাব্বির আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলন জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করেছে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে কতিপয় ছাত্র নামধারী বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত। কিছু ছাত্র নামধারী বিভিন্ন সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যঘাত সৃষ্টি করে চলেছে। অফিসপাড়ায় কর্মদিবসের বেশিরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়। অথচ আন্দোলনের সময় তারা নিষ্ক্রিয় ছিল। ৫ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে।