সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নবগ্রাম টেলিফোন বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১ অক্টোবর দুপুরে নবগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মো আক্কাছ আলীর সভাপতিত্বে ও তাড়ল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আশীষ তালুকদার, অধ্যাপক জাফর, নাজমুল ইসলাম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, আবুল কালাম, মো আজিজুর রহমান, সূর্যসেন দাস পান্না, সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল মিয়া, নূরুল হক, সামাদ মিয়া, রাজ্জাক মিয়া ও ডা সৈয়দ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন আশা প্রকাশ করেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই আসনে তাকে ‘নৌকা’র প্রার্থী করবেন।
Leave a Reply