বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নাসিরপুর গ্রামে আব্দুন নূর মিয়া নামে এক মৎস্যজীবীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার, ১ অক্টোবর (১৬ আশ্বিন) সকালে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার মিলনবাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ইদ্রিছ আলী, আব্দুন নূর মিয়ার ছেলে শিপন মিয়া, আমীর হোসেন, মুক্তার হোসেন মুক্তা, আলী হায়দার, সিরাজ মিয়া ও আব্দুল কাইয়ূম।
বক্তারা অভিযোগ করেন, গত ১২ সেপ্টেম্বর সকালে আব্দুন নূর মিয়া গ্রামের পশ্চিম পাশে ভাসান পানিতে মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের সুরুজ আলীর নির্দেশে তার ৭ ছেলে তাকে মাছ ধরতে নিষেধ করলে তিনি বাড়িতে ফিরে যান; কিন্তু কিছুক্ষণ পর সুরুজ আলী ও তার ছেলেরা আব্দুন নূর মিয়ার বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২২ সেপ্টেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাতিজা আব্দুল কাইয়ূম বাদি হয়ে সেদিনই সুরুজ আলী ও তার ৭ ছেলেসহ ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি দিয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।