সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় বাসস্টেশন হতে থানা পয়েন্ট ও রাধানগর হতে ধলরাস্তা পর্যন্ত ২ হাজার ১৩৬ মিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ রাস্তাটি বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন, দিরাই পৌরসভার মেয়র মো মোশারফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ও পৌর কাউন্সিলর বিশ্বজিৎ রায়।
পৌর মেয়র মো মোশারফ মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, গ্রাম হবে শহর। এ লক্ষ্যেই দিরাই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।
Leave a Reply