সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হবার ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও পৌর মেয়র মোশারফ মিয়াকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় দিরাই উপজেলা প্রশিক্ষিত যুব সংসদের উদ্যোগে শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজউদ্দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, এপিপি অভিরাম তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, পৌর কাউন্সিলর মফিজুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, যুব সংসদের আহবায়ক কমিটির সদস্য মোহন চৌধুরী প্রমুখ।
Leave a Reply