দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদীতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা এবং জনপ্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী ‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ’ শীর্ষক বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউকে-এইড ও ইউএস-এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও এশিয়া ফাউন্ডেশনের অংশীদারিত্বে বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদ নেতৃবৃন্দ এবং সমাজসেবক, সাংবাদিক ও নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ গহণ করেন।
প্রশিক্ষণে অংশ নেন, গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সহ সভাপতি সিরাজ-উ-দ্দৌলা, দফতর সম্পাদক বিকাশ রায়, যুবলীগ কর্মী সেলিম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক বীনা জয়নাল, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাজরানী চক্রবর্তী, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান ছবি চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী, সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুশাসনের জন্য নাগরিকের নির্বাহী সদস্য জলি রানী দাস, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর মিশু, তাড়ল ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না দাস, ভাটিপাড়া ইউনিয়নের মহিলা প্রতিনিধি সাজনীন বেগম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ দিরাইতে বাংলাদেশের মধ্যে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতাবিহীন মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে আচরণবিধি স্বাক্ষর করেন।
Leave a Reply