সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের থানা পয়েন্টে জনতা রেস্টুরেন্টের মালিক মোজাহিদ সরদারের (৩৫) লাশ পুলিশ উদ্ধার করেছে।
তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জমিরুল হক সরদারের ছেলে। মোজাহিদ সরদার ৮/১০ বছর ধরে এখানে ব্যবসা করছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় জনতা রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার কপালে ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
সকালে পাশের কক্ষের লোকজন ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিরাই থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মোজাহিদ সরদারের মৃত্যুর কারণ জানা যাবেনা।
Leave a Reply