সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম দ্বিতীয় দিনের মতো সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার। একই সঙ্গে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন।
শুক্রবার সকালে তিনি দিরাই উপজেলার চাপ্টির হাওরের ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শন করেন। কথা বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে। ফসলের ক্ষয়ক্ষতি এবং বাঁধ সম্পর্কে খোঁজখবরও নেন।
উপমন্ত্রী বলেন, হাওরের বাঁধের কাজে অনিয়মের ক্ষেত্রে কোন ছাড় নেই। প্রথম শ্রেণির ২২ জন ঠিকাদারকে অনিয়ম ও দুর্নীতির কারণে পানি উন্নয়ন বোর্ড কালোতালিকাভুক্ত করে রেখেছে।
তিনি বলেন, আগামী রবিবারেই উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। এই কমিটি সুনামগঞ্জে এসে সুষ্ঠু তদন্ত করবে। তদন্তে সরকারি কর্মকর্তা কিংবা পিআইসির কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া উপমন্ত্রী এনামুল হক শামীম বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেমহোসেন রতন, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার।
এদিকে নদী ও হাওরের পানি কিছুটা কমায় বাঁধভাঙার শংকা কমছে। প্রশাসন ও কৃষকরা মিলে বাঁধ মেরামতে দিনরাত কাজ করছেন।
গেলো ৭ দিনে পাহাড়ি ঢলে ৮টি বাধ ভেঙ্গে বিভিন্ন হাওরে প্রায় ১০ হাজার হেক্টও জমির আধাপাকা বোরো ফসল তলিয়ে গেছে।
Leave a Reply