সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
শনিবার ভোর থেকে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রফিনগর গ্রামের মো শাহিদ আলী ও আলী আকবরের মধ্যে আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আবারো সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply