সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভায় পুননির্মিত দো-তলা শ্রী শ্রী
জগন্নাথ জিউর মন্দির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এর উদ্বোধন করেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন।
শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে ও বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশারফ মিয়া, সুনামগঞ্জ সংস্কৃতি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, দিরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি সিরাজউদদৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন রায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা বলেন, অসাম্প্রদায়িকতার চেতনা বুকে ধারণ করে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্প্রীতির যে বন্ধন তৈরি করেছেন তা বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি আহবান জানান।
Leave a Reply