সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ নয়া গ্রামে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১১টার দিকে কুলঞ্জ নয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাাকটির এক পর্যায়ে স্ত্রী সিদ্দিকা চৌধুরী ছোরা দিয়ে স্বামী শাহ আলম চৌধুরীর পেটে ঘা মারলে শাহ আলম চৌধুরী ঘটনাস্থলেই মারা যান। তার বাবার নাম আবুল মিয়া চৌধুরী।
তাৎক্ষণিক আশেপাশের লোকজন ছুটে এসে সিদ্দিকা চৌধুরীকে আটক করে থানায় খবর দেন।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply