ক্রীড়া প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্টে রসুলপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
শনিবার অনু্িষ্ঠত ফাইনাল খেলায় চ্যাম্পিয়নরা রানারআপ জগদল বড় বাড়ি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে।
কুলঞ্জ গ্রামের মাঠে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। সেবুল চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাবেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও যুক্তরাজ্য নিউহাম বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন।
আরও উপস্থিত ছিলেন, সোহেল সামস চৌধুরী, আশিক চৌধুরী, রাফি চৌধুরী, ইসমাইল চৌধুরী, ফয়সল চৌধুরী, এলাইচ তালুকদার, মাসুক তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নূর আহমদ তালুকদার, খুসরুজ্জামান খসরু, আছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, দিলাল চৌধুরী, মিজানুর চৌধুরী, আবুল খায়ের চৌধুরী ও মফরুজ চৌধুরী।
Leave a Reply