মাধবপুর প্রতিনিধি : খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড আহমদ আবদুল কাদের বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের খুঁজে পাওয়া যায়না। তাদের অফিসে ধর্ণা দিতে হয়। কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নন।
তিনি আরও বলেছেন, গত নির্বাচনে জনগণ ভোট দেয়নি। কারণ দিনের ভোট রাতে হয়েছে। এই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এমপি হয়েছেন তাদের জনগণের প্রতি কোন দরদ নেই। থাকলে তারা বন্যাকবলিত মানুষকে দেখতে আসতেন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর শহরের স্টেডিয়াম পাড়ায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রভাষক আব্দুল করিম, মাওলানা সৈয়দ মোশাহিদ আলী, হবিগঞ্জ জেলা সহসভাপতি অধ্যক্ষ ফিরুজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা ফয়সল তালুকদার।
Leave a Reply