যুক্তরাজ্যে দিনারপুরের প্রবাসীদের প্রথম চ্যারাটি সংগঠন দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার গরীব, অসহায়, দিনমুজুর ও কর্মহীন ৩৫০টি পরিবারকে ঈদসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে দেবপাড়া বাজারে আব্দুল মোতালিব, সুরত আলী, ফারুক আহমদ ও সাদিকুর রহমান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। সভাপতিত্ব করেন, দেবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ডা শাহ আবুল খায়ের, এলাইছ মিয়া ও আবুল খায়ের কায়েদ। সঞ্চালনায় ছিলেন, ইব্রাহীম খলিল ও সালেহ আহমেদ ওয়াসিম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply