তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা সিরাজুল ইসলামের স্ত্রী সহ নতুন করে ১৫ জন ‘করোনা’ আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫০৭ জন। আর এ পর্যন্ত ‘করোনা’য় মৃত্যু হয়েছে ৮ জনের।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সোমবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১০৫ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ডা সিরাজুল ইসলামের স্ত্রী রয়েছে। এছাড়াও বিরামপুর উপজেলায় ৭ জন, চিরিরবন্দর উপজেলায় ২ জন, নবাবগঞ্জ উপজেলায় ২ জন ও ঘোড়াঘাট উপজেলায় ১ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে।
Leave a Reply