দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নাসির উদ্দিন নামের এক রাইস মিল মালিককে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে তারা।
এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন বৃহস্পতিবার সকালে মারা যান।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, নাসির উদ্দিনের রাইস মিলে পাঁচটি বড় ও দুটি ছোট ইজিবাইক চার্জে দেওয়া ছিল। রাত আড়াইটার দিকে ৬/৭ জন দুবৃর্ত্ত সেখানে ঢুকলে তিনি বাধা দেন। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে রাইস মিল থেকে ২৫০ গজ দূরে রাস্তার ধারে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে রাইস মিলে চার্জে থেকে দু’টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী নাসির উদ্দিনকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নাসির উদ্দিনের ছেলে নূর আলম বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
Leave a Reply