দিনাজপুর প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে ৪ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মাহমুদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তৌহিদুল ইকবাল ও সদর রেঞ্জার সাদেকুর রহমান।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও জেলা প্রশাসকের বাসাভবন প্রাঙ্গণে বৃক্ষচারা রোপণের মাধ্যমে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বৃক্ষচারা বিতরণ করেন।
Leave a Reply