দিনাাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের উত্তর মাধবপুর মৌজার দৈই-সই দিঘির হিন্দু ধর্মালম্বীদের শ্মশাান ও মুসলমানদের কবরস্থানের ১৪ একর ৯৬ শতক জায়গা ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারে গ্রামবাসী সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এলাকাবাসী জানান, উত্তর মাধবপুরে ৫ মৌজার প্রায় ২০ হাজার মানুষের বসবাস। পূর্বপুরষদের আমল থেকে গ্রামে যে জায়গাটুকু শ্মশান ও কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তা একটি ভূমিদস্যু চক্র জাল কাগজ দিয়ে দখল করে নিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মঙ্গলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, গ্রামবাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply