তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে দুই স্বাস্থ্যকর্মী সহ করোনায় নতুন করে আরো ১১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬১২-এ পৌঁছলো।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস বুধবারে ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে জেলার ৯৮টি করোনা নমুনা পরীক্ষা করে ১১ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন করে আক্রান্তদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী এবং দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এক নার্স সহ শহরে ৩ জন, বিরামপুর উপজেলায় ৫ জন, চিরিরবন্দর উপজেলায় ২ জন ও বীরগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
Leave a Reply